Weather Update : জেলা থেকে জেলা, পুড়ছে বাংলা, বিকেল হতেই শুরু হতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি
জ্যৈষ্ঠেও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তার জেরে সপ্তাহ জুড়েই রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকালে গরম, দিনভর অস্বস্তি বজায় থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিকেল বা সন্ধেয় ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খন্ড এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে। সক্রিয় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বাতাস । এর প্রভাবেই রাজ্যে বজ্রবিদ্যুসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে।
শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
কলকাতায় আজ সকাল থেকে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গে মঙ্গল বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলার সঙ্গে নিচের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -