Weather Update: চৈত্রের দহন থেকে মুক্তির পূর্বাভাস; এপ্রিলের শুরুতেই বৃষ্টি, বইবে দমকা ঝোড়ো হাওয়া

Weather Forecast: গরম কিছুটা কমলেও কয়েকদিন আবহাওয়া উষ্ণই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

ফাইল ছবি

1/10
প্রবল গরম থেকে খানিকটা স্বস্তি। বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
2/10
দাবদাহ কিছুটা কমলেও উষ্ণতায় কাটবে দিনভর। সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
3/10
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কখনও পরিষ্কার আকাশ। উপকূল ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
4/10
আজ উপকূল ও পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের ৩ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে।
5/10
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
6/10
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার বৃষ্টি উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। মঙ্গলবার কলকাতা সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা।
7/10
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে উত্তরবঙ্গে।
8/10
এই তিন জেলার সঙ্গে মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।
9/10
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে  সামান্য বেশি। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
10/10
আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ। 
Sponsored Links by Taboola