Weather Update: আসছে প্রবল দুর্যোগ, পুজোর কয়েকদিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
Durga Puja 2025: পঞ্চমীতে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ষষ্ঠী থেকেই সুখবর।
আসছে প্রবল দুর্যোগ, পুজোর কয়েকদিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
1/10
এখনও বোধন হয়নি। তার আগেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। কলকাতায় অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে বটে, তবে তারমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শক। আগামী কয়েকটা দিন, কেমন থাকবে আবহাওয়া?
2/10
আবহাওয়া দফতর জানাচ্ছে, পঞ্চমীতে দফায় দফায় বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। প্রত্যেক বছরের মতো, এই বছরও পুজোর ভিড় কলকাতামুখী। জেলা থেকে শহর, প্রত্যেকেই ভিড় জমান কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে। তবে পঞ্চমীতে ঠাকুর দেখায় বাধ সাধতে পারে বৃষ্টিপাত।
3/10
পঞ্চমীতে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ষষ্ঠী থেকেই সুখবর। ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃষ্টিহীন থাকছে না পুজো পর্ব। দফায় দফায় বৃষ্টি হতে থাকবে গোটা পুজো জুড়েই।
4/10
অষ্টমীর বিকেল পর্যন্ত মানুষ বৃষ্টির বিরতিতে ঠাকুর দেখতে পারবেন। কখনও কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বৃষ্টি থামলেই রোদ উঠবে। ফলে ঠাকুর দেখার তেমন সমস্যা হবে না। তবে অষ্টমী থেকেই পরিস্থিতি পাল্টাবে। অষ্টমীর রাত থেকেই ফের শুরু হবে বৃষ্টি।
5/10
নবমী আর দশমীতে কলকাতায় বৃষ্টি বাড়বে। দশমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। একাদশী ও দ্বাদশী পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলবে। পাশাপাশি, দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবণতা বাড়বে। তাই আবহাওয়া দফরত, বিসর্জন পর্বে সতর্ক থাকার বার্তা দিচ্ছে।
6/10
আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।
7/10
এর আগে শোনা গিয়েছিল, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি, গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
8/10
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
9/10
আবহাওয়া দফরত সূত্রে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে।
10/10
নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
Published at : 26 Sep 2025 08:48 PM (IST)