Weather News: ঘন কুয়াশার সঙ্গে শীতের শেষ ইনিংস, রবিবার থেকে বড় বদল আবহাওয়ার
Weather Update News: শুক্রবার আরও কমল তাপমাত্রা, শীতের আমেজ আর কতদিন থাকবে? কী বলছে হাওয়া অফিস?
Continues below advertisement
বিদায় নিচ্ছে শীত!
Continues below advertisement
1/9
যে সমস্ত মানুষেরা শীত ভালবাসেন, তাঁদের জন্য মনখারাপের খবর। চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে শীতের ইনিংস। আর হাতে গোনা কয়েকটা দিনই বজায় থাকবে উপভোগ্য ঠাণ্ডা।
2/9
রবিবারে হাওয়া বদল, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
3/9
দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে।
4/9
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। ফলে যাতায়াতের জন্য সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে আবগও
5/9
কী কারণে আচমকা শেষ হচ্ছে শীতের আমেজ? নেপথ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা গতকাল ঢুকেছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৯শে জানুয়ারি সোমবার। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
Continues below advertisement
6/9
উত্তরবঙ্গে আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। ঘন কুয়াশার সতর্কতা শনি ও রবিবার। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
7/9
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
8/9
কলকাতায় এখনও পর্যন্ত অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও জমিয়ে শীত রয়েছে। সামান্য কমল কলকাতার তাপমাত্রা। আজ ১২ ডিগ্রির ঘরে পারদ। আগামী ২ দিনে আবহাওয়ার পরিবর্তন নেই। রবিবার থেকে হাওয়া বদল! সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।
9/9
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Published at : 16 Jan 2026 05:19 PM (IST)