Weather Update: বেড়েই চলেছে বৃষ্টি, রাতভর বৃষ্টিতে কেমন পরিস্থিতি শহরের, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2021 07:39 AM (IST)
1
রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি, কার্যত বানভাসি শহর
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
কলকাতার অন্তত ৭টি জায়গায় গতকাল থেকে ১০০ মি.মি-র বেশি বৃষ্টি
3
ধাপা-তপসিয়া-পামারবাজার, উল্টোডাঙায় ১০০ মি.মি-র বেশি বৃষ্টি
4
১০০ মি.মি-র বেশি বৃষ্টি বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরেও
5
গতকাল থেকে চেতলা, যোধপুর পার্কে ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি
6
ঠনঠনিয়া, বেলগাছিয়া, বেহালা ফ্লাইং ক্লাবে বৃষ্টি ৮০ মিলিমিটারের বেশি
7
গঙ্গায় গতকাল জোয়ারে জলস্তর ছিল প্রায় সাড়ে ১৭ ফুট জল নামতে সময় লাগছে
8
তুমুল বৃষ্টিতে শহরতলির অনেকাংশও জলের তলায়
9
সকাল ৬ টা থেকে ৭ টায় বৃষ্টির দাপট বেড়ে গিয়েছে।
10
সল্টলেক সেক্টর ফাইভেও রাস্তায় জলের তোড় ।
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -