Weather Update: ৪৪ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা, অসহ্য এই গরমে আগেও ভুগেছে কলকাতা
তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। রোজ সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহবিদরা বলছেন, এপ্রিল মাসের কলকাতায় গত ৫০ বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ, অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি।
১৯৮০ সালের এপ্রিলে কলকাতার পারদ উঠেছিল ৪১.৭ ডিগ্রি।
বৃহস্পতিবার প্রায় সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
২০১৪ ও ২০১৬-তেও এই এপ্রিলেই বেশ কয়েকদিন ৪১-এর গণ্ডি ছাড়িয়েছিল তাপমাত্রা।
২০১৩-র এপ্রিলে একদিন এই শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি ছুঁয়েছিল।
আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন দিন ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।
তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -