Weather Update: কলকাতায় বৃষ্টি এই সপ্তাহেই! রথের আগে ভিজবে গোটা বাংলা?
বাংলায় বর্ষা এসেছে। কিন্তু বৃষ্টি কোথায়? উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে অনেকদিন ধরেই। রথযাত্রার আগে আপাতত উত্তরবঙ্গে বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু বাকি রাজ্যে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন সারা রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। বুধবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। রথযাত্রা আসছে, তার আগে রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
IMD কলকাতার তরফে X হ্যান্ডেলে যে তথ্য দেওয়া হয়েছে- তাতে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের কপালে আপাতত বৃষ্টি (Heavy Rain in North Bengal) থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ কমেছে গত কয়েকদিনের তুলনায়।
উত্তরবঙ্গ: ৪ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে।
মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৫ জুলাই অর্থাৎ শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু এলাকায়।
উত্তরের পাহাড় এলাকা এবং লাগোয়া তরাই ও ডুর্য়াসের জেলাগুলির কিছু জায়গায় কমলা সতর্কতা রয়েছে। ওই এলাকাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরের এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমছে বৃষ্টির পরিমাণ। ৪ জুলাই, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার একটি-দুটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণের ওই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। বাকি কোথাও বৃষ্টির পূর্বাভাস তেমন একটা নেই। তবে সপ্তাহান্তে শনি ও রবিবার কলকাতায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে। বাকি দিলগুলো অল্পবিস্তর বজ্রপাত হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে যা তথ্য় দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনও বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত যা আবহাওয়ার পরিস্থিতি তাতে ৭ জুলাই- রবিবার একেবারে উত্তরের পাহাড় এলাকা এবং লাগোয়া তরাই-ডুয়ার্সের জেলা ছাড়া গোটা বাংলার কোনও জেলায় খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -