Weather Update : ভোটের শেষ দফায় আবহাওয়াতেও বড় চমক ! জানিয়ে দিল আবহাওয়া দফতর

West Bengal Weather update Loksabha Elections 2024 : শেষ দফায় ভোটের লাইনে দাঁড়াবেন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা। এই তিন জেলাই সম্প্রতি রেমালের দাপট সয়েছে।

ভোটের শেষ দফায় আবহাওয়াতেও বড় চমক

1/8
আগামী শনিবার সপ্তদশ লোকসভা ভোটের শেষ দফা। ভারতে ভোট হয় এমন উত্তুঙ্গ গরমেই। প্রথম কয়েকটি দফায় গরমে নাভিশ্বাস উঠেছে ভোটকর্মীদের।
2/8
শনিবার সারা ভারতের সঙ্গে বাংলার ৯ কেন্দ্রে ভোট। ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রে।
3/8
শেষ দফায় ভোটের লাইনে দাঁড়াবেন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা। এই তিন জেলাই সম্প্রতি রেমালের দাপট সয়েছে। তারপর এখন তিন জেলাতেই তাপমাত্রা ঊর্ধ্বগামী।
4/8
সপ্তম দফায় কি একটু নিশ্চিন্তে ভোট দেওয়া যাবে ? তাপমাত্রা কি একটু স্বস্তিদায়ক হবে ? আবহাওয়া দফতরের কাছে এই উত্তরটাই জানতে চায় বাংলা।
5/8
বুধবারের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে সেভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।
6/8
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি এই তিন জেলায় বুধ এবং বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
7/8
আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় সরতেই একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গুমোট গরম থাকবে।
8/8
আবহাওয়া দফতর জানাচ্ছে, শেষ দফার ভোটের দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণের যে যে জেলায় ভোট রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে।
Sponsored Links by Taboola