Weather Update: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও দুর্যোগের আশঙ্কা; ভিজবে কোন কোন জেলা?
Weather Forecast: ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা। কেমন আবহাওয়া আপনার জেলায়?
ছবি সৌজন্যে - PTI
1/10
দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত; নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা।
2/10
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে শুক্রবার।
3/10
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কখনও পরিষ্কার আকাশ, আবার কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
4/10
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
5/10
বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।
6/10
বৃহস্পতি ও শুক্রবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাস, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
7/10
উত্তরবঙ্গে মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
8/10
বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
9/10
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।
10/10
ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দুই জেলার কিছু জায়গায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
Published at : 26 Aug 2025 08:07 PM (IST)