Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Monsoon in Kerala: কেরলে ঢুকে পড়েছে বর্ষা, বাংলায় কবে ? কী বলছে হাওয়া অফিস ?
ভারতের আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে হলেও প্রবেশ করেছে এবার। কেরলে ঢুকে পড়েছে এবার দীর্ঘ অপেক্ষা শেষে বর্ষা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। তবে এবার অফিসিয়ালি বর্ষা শুরু হয়েছে ভারত ভূখণ্ডে।
আবহবিদদের একাংশের দাবি, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করবে। শুরুতেই অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে ।
বৃহস্পতিবার একটি বিবৃতিতে, আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বৃহস্পতিবার ৮ জুন কেরলে প্রবেশ করেছে।
সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। মে মাসের মাঝামাঝি সময়ে, আইএমডি পূর্বাভাসে জানিয়েছিল, ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা আসতে পারে। অবশেষে প্রবেশ করল বর্ষা।
অপরদিকে, আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে।
এদিকে, শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ ও বিস্তার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -