Monsoon in Kerala: কেরলে ঢুকে পড়েছে বর্ষা, বাংলায় কবে ? কী বলছে হাওয়া অফিস ?

Monsoon in Kerala: কেরলে ঢুকে পড়েছে এবার দীর্ঘ অপেক্ষা শেষে বর্ষা। বাংলায় কবে ? কী বলছে হাওয়া অফিস ?

কেরলে ঢুকে পড়েছে বর্ষা, বাংলায় কবে ? কী বলছে হাওয়া অফিস ?

1/10
ভারতের আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে হলেও প্রবেশ করেছে এবার। কেরলে ঢুকে পড়েছে এবার দীর্ঘ অপেক্ষা শেষে বর্ষা।
2/10
কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। তবে এবার অফিসিয়ালি বর্ষা শুরু হয়েছে ভারত ভূখণ্ডে।
3/10
আবহবিদদের একাংশের দাবি, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করবে। শুরুতেই অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে ।
4/10
বৃহস্পতিবার একটি বিবৃতিতে, আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বৃহস্পতিবার ৮ জুন কেরলে প্রবেশ করেছে।
5/10
সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। মে মাসের মাঝামাঝি সময়ে, আইএমডি পূর্বাভাসে জানিয়েছিল, ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা আসতে পারে। অবশেষে প্রবেশ করল বর্ষা।
6/10
অপরদিকে, আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
7/10
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
8/10
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
9/10
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে।
10/10
এদিকে, শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ ও বিস্তার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে।
Sponsored Links by Taboola