Weather Update: তীব্র রোদের তেজ না বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত? আগামীকাল আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার খুশির ইদ। আনন্দ উৎসবে কি রোদে পুড়বে বাংলা নাকি পথের কাঁটা হবে বৃষ্টিপাত? কী বলছে আবহাওয়া দফতর? ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার, অর্থাৎ আজ, উত্তরের তিন জেলায় ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ছবি: PTI
১১ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ছবি: PTI
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি। ছবি: PTI
১১ তারিখ উত্তরের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: PTI
১২ তারিখ, শুক্রবার, উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে। ছবি: PTI
আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে আজ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ শুরু হয়। তারপর শুরু হয় শিলাবৃষ্টি।
যদিও ছোট আকারের শিল পড়ে মিনিট পাঁচেক ধরে। তারপর শিল পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু চলছে বৃষ্টিপাত।
কলকাতায় একইরকমের আবহাওয়া থাকবে শুক্রবারও। তবে এরপর আংশিক মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়াই থাকবে মূলত। ছবি: PTI
প্রায় একই আবহাওয়া থাকবে দমদমেও। এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে। ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -