Weather Update: মঙ্গলে মেঘে ঢাকা দক্ষিণের আকাশ, উত্তরবঙ্গেও প্রবল বর্ষণ, আপনার জেলায় কেমন আবহাওয়া?
Weather Forecast: বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
ছবি সৌজন্যে - PTI
1/8
ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। আলো ফোটার আগেই প্রবল বর্ষণ কলকাতা সহ লাগোয়া জেলায়। সকাল থেকে মুখ ভার বঙ্গের আকাশের। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
2/8
তবে পূর্বাভাস বলছে, আগামী বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সেইসঙ্গে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। সব মিলিয়ে, ভ্যাপসা গরমে ভোগান্তিতেই থাকবে সাধারণ মানুষ। যদিও, বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
3/8
মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। কিছুটা বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
4/8
বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
5/8
মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি।
6/8
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
7/8
শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
8/8
ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
Published at : 05 Aug 2025 02:34 PM (IST)