Weather Update: এই দিন থেকে রোদের দেখা মিলবে দক্ষিণে, কবে দুর্যোগ থেকে রেহাই উত্তরবঙ্গের?

Weather Forecast: দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।

ছবি সৌজন্যে - PTI

1/10
উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।
2/10
আগামীকালও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে।
3/10
বৃষ্টির পরিমাণে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। অন্যদিকে, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।
4/10
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ ও আগামীকাল। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। 
5/10
বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 
6/10
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে; ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কোনও কোনও জায়গায়।
7/10
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
8/10
বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।
9/10
শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।
10/10
শনিবার বৃষ্টি আরও বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।
Sponsored Links by Taboola