Weather Update: শিলাবৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

২০ মার্চ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। ২২ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনার জেলা সেই তালিকায় রয়েছে কি? কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে আপনার শহর? দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২১ মার্চ, অর্থাৎ আগামীকাল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলী, পূর্ব বর্ধমান, হাওড়া ও আরও দু'একটি জায়গায় ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ বর্জ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।
২২ মার্চ, অর্থাৎ শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের দু এক জায়গায় বর্জ্রসহ শিলাবৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২১ তারিখ অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখ মালদা,দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি ও হালকা থেক মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলাগুলিতে এক বা দুটি জেলাগুলিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৫০-৬০ কিলোমিটার\ঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে থাকা ফলস, শাকসবজি ও উদ্যান চাষের ক্ষতি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খোলা জায়গায়।
২২ তারিখ, শনিবার ইডেনে নাইট রাইডার্স ও আরসিবির ম্যাচ রয়েছে। সঙ্গে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। তবে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ ভেস্তে যাওয়ার প্রমাদ গুনছেন অনেকেই।
বজ্রঝড় চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ ও বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বজ্রঝড় চলাকালীন যান চলাচল উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচে নামতে পারে। কমতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে কয়েকদিন পরে ফের গরম পরবে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -