Weather Update: অস্বস্তিকর গরমের ইতি, সপ্তাহের শেষেই ভিজবে বাংলা! কোথাও কমলা, কোথাও হলুদ সতর্কতা

West Bengal News: আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

কেমন থাকবে আবহাওয়া?

1/10
চূড়ান্ত গরম, সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতা, দক্ষিণবঙ্গ কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে গরমে। কবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি, এই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে।
2/10
আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে শোনা যাচ্ছে, আগামীকাল থেকেই বদলাবে আবহাওয়া। শনিবার থেকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট।
3/10
বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েও যেতে পারে। দু একটা জায়গায় ছাড়া, এই জেলাগুলিতে অত্যন্ত গরম ও আর্দ্র থাকবে আবহাওয়া।
4/10
উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদা ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে জানা যাচ্ছে, আগামী ২৭ তারিখ, অর্থাৎ রবিবার থেকে বদলাবে আবহাওয়া।
5/10
বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর চব্বিশ পরগণায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পারে হাওয়া। হতে পারে ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত।
6/10
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে হতে পারে ঝড়ও।
7/10
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে। এর ফলে বদলে যাবে আবহাওয়া। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা।
8/10
ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে হতে পারে মাঝারি বৃষ্টিপাত। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারি বৃষ্টিপাত। গোটা উত্তরবঙ্গেই আগামী সপ্তাহের শুরুতে মাঝারি থেকে তুমুল বৃষ্টিপাত হবে। জারি রয়েছে কমলা সতর্কতা। এর ফলে কিছুটা কমবে অস্বস্তিকর গরম।
9/10
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে। রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
10/10
সপ্তাহান্তে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বুধবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৭ শতাংশ।
Sponsored Links by Taboola