Weather Update Kolkata: বিকেল থেকেই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি কোথায় কোথায়?
West Bengal Weather: তীব্র গরম থেকে মুক্তি এই সপ্তাহেই? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা!
সন্ধ্যে নামলেই কলকাতায় বৃষ্টি!
1/10
তীব্র গরমে দাবদাহ অবস্থা এপ্রিলেই। রাতের দিকে একটু স্বস্তি মিললেও, সকালের দিকে কার্যত পুড়িয়ে দিচ্ছে রোদের তেজ। দুপুরের দিকে তো রাস্তায় বেরনোই দায়। অনেকেই আশা করছেন একটু স্বস্তির বৃষ্টির। সেই আশার আলো কি দেখাতে পারছে আবহাওয়া দফরত? আজ ও চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা? দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।
2/10
আজ গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলাতে সম্ভাবনা বেশি থাকবে।
3/10
বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর ক্রমেই শক্তি কমবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়।
4/10
রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত থাকবে। আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। তৃতীয় অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্য প্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্রিশগড় ও ঝাড়খন্ডের উপর দিয়ে গেছে।
5/10
আজ বৃহস্পতিবার সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে।
6/10
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে।
7/10
শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সর্তকতা থাকবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী কয়েক দিন তাপমাত্রার কোন বড়সড় পরিবর্তন নেই।
8/10
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের দু এক জায়গায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে।
9/10
ঝড় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। শুক্রবার ও শনিবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
10/10
কলকাতার আবহাওয়া কলকাতায় আজ বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ।
Published at : 10 Apr 2025 11:19 AM (IST)