Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?

ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। একইসঙ্গে রয়েছে আগামীকাল থেকে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।

সকালে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ।
এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামীকাল থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪/২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
সকালে দার্জিলিং জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গের সব জেলাতেই কার্যত কুয়াশার সম্ভাবনা। কুয়াশার প্রভাব থাকবে আগামীকালকেও।
দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আগামী ৪-৫ দিন এরকমই থাকবে তাপমাত্রা।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৮ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -