Weather Today : দুপুর গড়ালেই নামবে আঁধার, কড়কড় বাজ, তুমুল কালবৈশাখী, সতর্কতা ৯ জেলায়
শনিবার তাপমাত্রার খুব হেরফের হবে বলে মনে করছে না আবহাওয়া দফতর।
দুপুর গড়ালেই নামবে আঁধার
1/9
উইকএন্ডের শুরুই হচ্ছে কালবৈশাখীর সঙ্কেত দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের বেশিরভআগ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
2/9
শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলাতে কালবৈশাখী হতে পারে। রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।
3/9
বৃহস্পতিবার সন্ধে ও রাতের বৃষ্টিতে একাধাক্কায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রার খুব হেরফের হবে বলে মনে করছে না আবহাওয়া দফতর।
4/9
শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
5/9
রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
6/9
রবিবারেও দক্ষিণবঙ্গের জন্য রয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সর্তকতা। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা জারি থাকবে ছয় জেলাতে।
7/9
আজ, শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আছে । বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে , তবে বিক্ষিপ্তভাবে।
8/9
বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে রয়েছে । সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আজও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ বাড়লে অস্বস্তি বাড়বে।
9/9
সোমবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই।
Published at : 12 Apr 2025 07:08 AM (IST)