Weather Update: বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে, সঙ্গে দোসর গভীর শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
Weather Forecast: শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। বর্ষা এল বঙ্গে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এল নির্ধারিত সময়ের ৬ দিন পরে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। বঙ্গোপসাগরের নিম্নচাপের টানে মঙ্গলবার বেলা ১ টায় দক্ষিণবঙ্গে ঢুকলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ২৯ শে মে বালুরঘাটে ঢুকে ছিল বর্ষা। তারপর থেকে মনসুন ব্রেক।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। অবশেষে মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশিরভাগ অংশ, ঝাড়খন্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়ল।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই নিম্ন চাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সতর্কবার্তা। কাল ১৯শে জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। আজ বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। কাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। কাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে।
Published at : 18 Jun 2025 01:02 PM (IST)