Weather Today: উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দাপট, দক্ষিণে আরও বাড়বে গরম! বড় আপডেট আবহাওয়া দফতরের

Weather Alert: কলকাতায় ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই?

কলকাতায় ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই?

1/7
দু-এক পশলা বৃষ্টির পাশাপাশি ফের বাড়বে গরমের দাপট, সপ্তাহের মধ্যভাগে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বাড়বে গরম। পশ্চিমে শুকনো আবহাওয়া। রাজ্যজুড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
2/7
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ইদের দিন উত্তরে বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। কলকাতায় ইদের দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই, এমনটাই জানান হয়েছে।
3/7
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১২ এপ্রিল শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা। গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
4/7
দক্ষিণবঙ্গে বাড়বে গরম। শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
5/7
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া।
6/7
আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । কলকাতা সহ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
7/7
বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি। বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
Sponsored Links by Taboola