Weather Update: বইবে দমকা ঝোড়ো হাওয়া, চার জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Weather Forecast: আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

ফাইল ছবি

1/10
বৈশাখের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে অক্ষরেখা। তার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2/10
কোথাও কোথাও বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
3/10
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা।
4/10
শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
5/10
শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
6/10
তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
7/10
উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 
8/10
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
9/10
শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকে তিন জেলা এবং মালদা মোট চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।
10/10
তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই কলকাতাতে। শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
Sponsored Links by Taboola