Weather Update: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, কোন জেলায় কেমন আবহাওয়া?
গতকাল দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি হয়, সঙ্গে তীব্র ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হয়েছে শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে বঙ্গে।
ছবি সৌজন্যে-পিটিআই
1/8
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার তাপমাত্রাও বাড়বে। তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।
2/8
রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
3/8
আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। গতকাল বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা অনেকটাই কমে গেছে।
4/8
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম।
5/8
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
6/8
তবে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।
7/8
পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির দাপট বাড়বে।
8/8
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার তাপমাত্রাও বাড়বে। তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি।
Published at : 28 Apr 2023 10:22 AM (IST)