Weather Update : শীত পড়তে না পড়তেই কুয়াশার চাদরে মুড়ি দিল বাংলা, দেখুন নানা প্রান্তের ছবি
Weather Update : শীত পড়তে না পড়তেই কুয়াশার চাদরে মুড়ি দিল বাংলা, দেখুন নানা প্রান্তের ছবি
1/10
শীতের শুরুতেই কুয়াশার দাপট। জেলায় জেলায় একই ছবি।
2/10
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ঘন কুয়াশা।
3/10
জাতীয় ও রাজ্য সড়কে কুয়াশার কারণে সকালের দিকে গাড়ি ধীর গতিতে চলে। খনি অঞ্চলেও একই অবস্থা।
4/10
পশ্চিম বর্ধমানের আসানসোলে ঘন কুয়াশার কারণে সকাল ৮টাতেও সূর্যের আলোর দেখা মেলেনি।
5/10
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চলেছে ধীর গতিতে।
6/10
পুরুলিয়ার রঘুনাথপুর, বান্দোয়ান, বাঘমুন্ডিতে ভোর থেকেই ঘন কুয়াশা।
7/10
গাড়ি চলে ধীর গতিতে। ট্রেনও ধীর গতিতে চলে।
8/10
সকাল থেকে বাঁকুড়া ঘন কুয়াশার চাদরে ঢাকা।
9/10
স্থানীয় বাসিন্দাদের দাবি, এবছর এই প্রথম এত ঘন কুয়াশা দেখা গেল।
10/10
ধীর গতিতে চলছে গাড়ি।
Published at : 16 Nov 2021 12:00 PM (IST)