Annapurna Puja 2022: অন্নপূর্ণার আরাধনা, রাজ্যজুড়ে অন্নদাত্রীর পুজোর আয়োজন
অন্নপূর্ণা পুজো
1/10
আজ অন্নপূর্ণা পুজো৷ ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
2/10
এদিন অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয় লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে।
3/10
পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষও।
4/10
অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র, আর অন্য হাতে দর্বি বা হাতা। তাঁর মাথায় নবচন্দ্র, একপাশে ভূমি ও অন্যপাশে শ্রী। মহা সমারোহে পালিত হল অন্নপূর্ণা পুজো।
5/10
উত্তর কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবারেও ধুমধাম করে পালিত হয় অন্নপূর্ণা পুজো।
6/10
চৈত্রের শুক্লা অষ্টমীতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা আরাধনার আয়োজন। ধুমধাম করে পুজো হল লেক কালীবাড়িতে।
7/10
জনশ্রুতি আছে, জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার।
8/10
১৮৫০ সালে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। পশুবলির পরিবর্তে বর্তমানে সব্জি ও ফল বলি দেওয়া হয়।
9/10
তবে পরিবারের মধ্যেই যে এই পুজো সীমাবদ্ধ থাকে তা নয়। প্রতিবছরই পুজোয় যোগ দেন আশপাশের মানুষ।
10/10
উত্তর কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবারেও ধুমধাম করে পালিত হয় অন্নপূর্ণা পুজো। (তথ্য ও ছবি- সঞ্চয়ন মিত্র)
Published at : 09 Apr 2022 08:32 PM (IST)