Annapurna Puja 2022: অন্নপূর্ণার আরাধনা, রাজ্যজুড়ে অন্নদাত্রীর পুজোর আয়োজন
আজ অন্নপূর্ণা পুজো৷ ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয় লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে।
পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষও।
অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র, আর অন্য হাতে দর্বি বা হাতা। তাঁর মাথায় নবচন্দ্র, একপাশে ভূমি ও অন্যপাশে শ্রী। মহা সমারোহে পালিত হল অন্নপূর্ণা পুজো।
উত্তর কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবারেও ধুমধাম করে পালিত হয় অন্নপূর্ণা পুজো।
চৈত্রের শুক্লা অষ্টমীতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা আরাধনার আয়োজন। ধুমধাম করে পুজো হল লেক কালীবাড়িতে।
জনশ্রুতি আছে, জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার।
১৮৫০ সালে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয়। পশুবলির পরিবর্তে বর্তমানে সব্জি ও ফল বলি দেওয়া হয়।
তবে পরিবারের মধ্যেই যে এই পুজো সীমাবদ্ধ থাকে তা নয়। প্রতিবছরই পুজোয় যোগ দেন আশপাশের মানুষ।
উত্তর কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবারেও ধুমধাম করে পালিত হয় অন্নপূর্ণা পুজো। (তথ্য ও ছবি- সঞ্চয়ন মিত্র)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -