Mamata Banerjee: হাতে নিলেন বেলন-চাকি, মোমো বানাতে ব্যস্ত মুখ্য়মন্ত্রী
নিজস্ব চিত্র
1/9
দেশে হোক বা বিদেশে, কোথাও সফরে গেলে নানা সময় ভিন্ন মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও নিজেই কারও সঙ্গে গল্প জুড়ে দেন। কখনও আবার গেরস্থালির খুঁটিনাটি বিষয়ও ঘরের মেয়ের মতো করেই জেনেবুঝে নেন। এবারের দার্জিলিং সফরেও তার অন্যথা হয়নি। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
2/9
জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দার্জিলিংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। পাহাড় মুখ্যমন্ত্রীর অত্য়ন্ত পছন্দের জায়গা। বহুবার তিনি নিজেই সেকথা বলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের জন্য বা প্রশাসনিক কাজে পাহাড়ে এসেছেন। কাজ সেরে হালকা মেজাজে ঘুরতেও দেখা যায় তাঁকে। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
3/9
এবার অবশ্য বেশ কয়েকবার হালকা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। দার্জিলিঙে বৃহস্পতিবার তাঁকে দেখা গেল মোমো বানাতে। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
4/9
দার্জিলিঙে এলেই মুখ্যমন্ত্রী হাঁটতে বেরোন। এদিনও সকালে হাঁটতে বেরিয়েছিলেন। রিচমন্ড হিল থেকে সিংমারি হয়ে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটেছেন। সেখান থেকে ফেরার পথেই মোমো বানানোয় হাত লাগান তিনি। নিজেই তৈরি করলেন মোমোর লেচি। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
5/9
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মোমো বানানোতেই থেমে থাকেননি তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের নানা সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
6/9
বৃহস্পতিবার দার্জিলিংয়ের রাস্তায় হাঁটার সময়েও জনসংযোগ সেরেছেন মমতা। আশপাশের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার পাশে জমেছিল ভিড়ও। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
7/9
বুধবারও ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গতকাল শিশুদের সঙ্গে মেতে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিল একটা কৌটো। সেখান থেকে চকোলেট বিলি করেছিলেন তিনি। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
8/9
এর আগেও পাহাড়ে এসে মোমো বানিয়েছিলেন মমতা। কখনও রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে চাও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
9/9
ছবি তুলতে খুবই ভালবাসেন মুখ্য়মন্ত্রী। অনেক সময়েই তাঁকে ছবি তুলতে দেখা যায়। এদিনও হাঁটতে বেরিয়ে তাঁকে ছবি তুলতে দেখা যায়। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত
Published at : 14 Jul 2022 03:44 PM (IST)