Mamata Banerjee: জেলাসফরে নানা ভূমিকায় মুখ্যমন্ত্রী, লঞ্চ চালানো থেকে ঝাড়ু বাঁধা, বাদ গেল না কিছুই
আন্দোলন করেই কেটেছে জীবনের প্রথম ভাগ। পর পর তিন বার রাজ্যে ক্ষমতায় থেকেও, আজও মানুষের ভিড়ে মিশে যেতে পারেন সহজেই। বুধবার ফের তা প্রমাণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলাসফরে গিয়ে বুধবার নদীমাতৃক সুন্দরবনে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে লঞ্চ ভ্রমণ করলেম মুখ্যমন্ত্রী। টাকি থেকে জলপথে ঘুরে দেখলেন মিনি সুন্দরবন।
শীতবস্ত্র বিলি থেকে, স্কুলে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে কথাও বলেন। তার ফাঁকেই গৃহস্থের বাড়িতে ঢুকে দুপুরের খাওয়া সারলেন উঠোনে বসে।
নমিতা মণ্ডল নামের এক বাসিন্দার বাড়িতে ঢোকেন। সেখানে সকলের সঙ্গে চাটাই এবং ঝাঁটা বাঁধায় হাত লাগান মুখ্যমন্ত্রী।
কিন্তু ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে কেউ অভুক্ত চলে যান কী করে! তাই মুখ্যমন্ত্রীকে দু'মুঠো খেয়ে যেতে হবে বলে আবদার জুড়ে দেন নমিতা। তা ফেলতে পারেননি মমতা। তাই উঠোনেই বসে পড়েন তিনি। স্টিলের থালায় ভাত-ট্যাংরা মাছের ঝাল তাঁকে খেতে দেন নমিতা।
হাতে থালা ধরে তাই তৃপ্তিভরে খেতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তাতে আবার শশোব্যস্ত হয়ে পড়েন নমিতার পড়শি এক বৃদ্ধা। তড়িঘড়ি নিজের বাড়ি থেকে আলু-পটলের তরকারি বাটিতে নিয়ে হাজির হন তিনি। তাও ভাতে মেখে খান মমতা।
এর আগেও, একাধিক বার এ ভাবেই গৃহস্থের বাড়িতে হাজির হয়েছেন মমতা। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে, দুর্নীতি, গাফিলতির অভিযোগে যখন লাগাতার সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা, সেই সময় এ ভাবে মানুষের মধ্যে মমতার মিশে যাওয়াকে জনসংযোগের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
এ দিন কচিকাঁচাদের মধ্যেও উপস্থিত হন মমতা। তাঁদের পড়াশোনা নিয়ে খোঁজ নেন। বেশ খানিকটা সময় কাটান।
স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও হাজির হন মমতা। কাজ কেমন চলছে, কোথাও কোনও অসুবিধা রয়েছে কিনা, জানতে চান সকলের কাছে।
এ দিন মমতার সঙ্গে বসিরহাটে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায়ও। হাসনাবাদের চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানে শীতবস্ত্র বিলি করেন মুখ্যমন্ত্রী।
জেলাসফরে এর আগে একাধিক বার এমনই ভাবে দেখা গিয়েছে মমতাকে। কখনও রাস্তার ধারের দোকানে ঢুকে চা বানানোয় হাত লাগিয়েছেন, কখনও আবার নিজে হাতে ভেজেছেন চপ। এমনকি মোমো বানাতেও দেখা গিয়েছে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -