Covid 19: হোম আইসোলেশন কমলেও আশঙ্কা বাড়িয়ে কোভিডে ফের মৃত্যু বাংলায়

West Bengal Covid 19: বাংলায় গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণের সংখ্য়া। রাজ্যের কোভিড বুলটিন অনুযায়ী , গত চব্বিশ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ১২৩২ জন।

হোম আইসোলেশন কমলেও আশঙ্কা বাড়িয়ে কোভিডে ফের মৃত্যু বাংলায়

1/10
বাংলায় গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণের সংখ্য়া। রাজ্যের কোভিড বুলটিন অনুযায়ী , গত চব্বিশ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ১২৩২ জন।
2/10
গত ৪৮ ঘন্টায় রাজ্যের বুকে কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ১০৯৪ জন। গত ৭২ ঘন্টায় সংখ্যাটা ছিল ১৮১৭। ফের সেদিকে আবার ছুটে চলছে সংক্রমণ।
3/10
হাসপাতালের বেডগুলি সেভাবে দ্রুত না বাড়লেও বাড়ছে হোম আইসোলেশন সংখ্যা। কারণ আচমকাই কোভিডের সংখ্যা বাড়তেই এই মুহূর্তে বেশি বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য ভবন।
4/10
তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক হলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে হোম আইসোলেশন আগের থেকে কিছুটা কমেছে।
5/10
রাজ্যে সরকারের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় যেখানে কোভিডের জেরে হোম আইসোলেশনের সংখ্যা ২২ হাজার ১৩১ ।
6/10
আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তি এটাই যে, সেটা কমে হয়েছে গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮১৮ । তবে তাঁদের কাউকেই এখনও অবধি সেফ হোমে নিতে হয়নি।
7/10
তবে বাংলায় গত ২৪ ঘন্টায়, কোভিড সংখ্যাটা বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ১২৩২ জন।
8/10
গত ৪৮ ঘন্টায় ৫২৬ জন হাসপাতালে ভর্তি ছিল। তবে গত ২৪ ঘন্টায় সংখ্যাটা কমে এসে ৪৬৯ এ দাঁড়িয়েছে।
9/10
বাইশের শুরুতে যে হারে কোভিডের সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তার থেকে আশঙ্কা বেশি ছিল একুশে কোভিড গ্রাফে।
10/10
কোভিডের তৃতীয় ঢেউ বেশি ছড়ালেও আঘাত হেনেছিল দ্বিতীয় ঢেউ। মৃত্যুক হার ছিল সর্বোচ্চ। তাই তৃতীয় ঢেউ সেই হারে না বাড়লেও কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কায় সবাই।
Sponsored Links by Taboola