Covid 19: হোম আইসোলেশন কমলেও আশঙ্কা বাড়িয়ে কোভিডে ফের মৃত্যু বাংলায়
বাংলায় গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণের সংখ্য়া। রাজ্যের কোভিড বুলটিন অনুযায়ী , গত চব্বিশ ঘন্টায় কোভিড পজিটিভ হয়েছেন ১২৩২ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ৪৮ ঘন্টায় রাজ্যের বুকে কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ১০৯৪ জন। গত ৭২ ঘন্টায় সংখ্যাটা ছিল ১৮১৭। ফের সেদিকে আবার ছুটে চলছে সংক্রমণ।
হাসপাতালের বেডগুলি সেভাবে দ্রুত না বাড়লেও বাড়ছে হোম আইসোলেশন সংখ্যা। কারণ আচমকাই কোভিডের সংখ্যা বাড়তেই এই মুহূর্তে বেশি বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য ভবন।
তবে শারীরিক অবস্থা সঙ্কটজনক হলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে হোম আইসোলেশন আগের থেকে কিছুটা কমেছে।
রাজ্যে সরকারের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় যেখানে কোভিডের জেরে হোম আইসোলেশনের সংখ্যা ২২ হাজার ১৩১ ।
আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তি এটাই যে, সেটা কমে হয়েছে গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮১৮ । তবে তাঁদের কাউকেই এখনও অবধি সেফ হোমে নিতে হয়নি।
তবে বাংলায় গত ২৪ ঘন্টায়, কোভিড সংখ্যাটা বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ১২৩২ জন।
গত ৪৮ ঘন্টায় ৫২৬ জন হাসপাতালে ভর্তি ছিল। তবে গত ২৪ ঘন্টায় সংখ্যাটা কমে এসে ৪৬৯ এ দাঁড়িয়েছে।
বাইশের শুরুতে যে হারে কোভিডের সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তার থেকে আশঙ্কা বেশি ছিল একুশে কোভিড গ্রাফে।
কোভিডের তৃতীয় ঢেউ বেশি ছড়ালেও আঘাত হেনেছিল দ্বিতীয় ঢেউ। মৃত্যুক হার ছিল সর্বোচ্চ। তাই তৃতীয় ঢেউ সেই হারে না বাড়লেও কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কায় সবাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -