West Bengal Cyclone Dana : উত্তাল সমুদ্র, এলোপাথাড়ি হাওয়া, ঘূর্ণিঝড়ের প্রহর গোনা শুরু, এই দুই জায়গায় ভয়াবহ প্রভাব
কালীপুজোর মুখে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার থেকে তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণঝড় তৈরি হলে, ওড়িশা ও পূর্ব মেদিনীপুরে তার সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। এবিষয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনকে।
আজ, সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে ওই দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরে ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে । সেরকমটা হলে, দীপাবলির আগে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা।
মৌসম ভবন থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, উপকূলবর্তী এলাকা, নিচু এলাকাগুলি থেকে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময়ে বাইরে যেতে বারণ করা হয়েছে।
সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা, ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে হাওয়ার গতি অনেকটাই বেশি থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -