West Bengal Cyclone : দিন গোনা শুরু, ১৬ থেকে ২২ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক স্টর্ম? বাংলায় তীব্র ধাক্কা?

আবহাওয়াবিদরা বলেন, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়। জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে।

১৬ থেকে ২২ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে সাইক্লোনিক স্টর্ম?

1/8
২০০৯ সালের ২৫ মে। সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। তারপর একটার পর একটা ঘূর্ণিঝড়। নিয়ম করে, ক্যালেন্ডার মেনে, মে মাসেই এসে ধাক্কা দেয়, বাংলা বা ওড়িশাকে।
2/8
আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
3/8
আবহাওয়াবিদরা বলেন, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়। জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে। ফলে এই সময়ে কোনও কোনও নিম্মচাপ তৈরি হলে , তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়।
4/8
আবহাওয়া দফতর মনে করছে, যদি, ১৬ মে থেকে ২২ মে এর মধ্যে নিম্নচাপ তৈরি হয়, তাহলে আবারো একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হতে পারে। মে মাসে এই রকম আবহাওয়ার পরিস্থিতিতে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি খুবই সাধারণ।
5/8
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আগামী তিন থেকে চার দিন আবহাওয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়া বিভাগ আবহাওয়ার সর্বশেষ পরিবর্তনের উপর সবসময় নজর রাখছে। "টাইমস অফ ইন্ডিয়া সূত্রে দাবি, আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও পরিষ্কার ধারণা তৈরি হতে পারে।
6/8
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে , আগামী কয়েকদিনে রাজধানী কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
7/8
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৩ মে শহরে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি মৃদু বাতাস বইতে পারে। তবে ১৪ মে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ১৫ এবং ১৬ মে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
8/8
আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। তাই এবারও প্রমাদ গুণছে বাংলা।
Sponsored Links by Taboola