Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল
![Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/fbd27dd2cd485da1621960e1cfc78f90ebb26.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
রেড রোডের অদূরে, রানি রাসমণি অ্য়াভিনিউতে পালিত হল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকা দ্রোহের কার্নিভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/2d9ff9e5ba3130d7a77d85c0d3fc43be90697.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
দ্রোহের কার্নিভাল আটকাতে কার্যত সকাল থেকে চূড়ান্ত প্রস্তুতি নেয় পুলিশ। কার্যত দুর্গে পরিণত করা হয় রানি রাসমণি অ্য়াভিনিউকে।
![Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল Droha Carnival: ছিঁড়ল শিকল, সরল লৌহকপাট; জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/15/34a96a39ed7111dceae2aa2de59ac5fff375b.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
কখনও লোহার ব্য়ারিকেড, কখনও বা অ্য়ালুমিনিয়ামের ব্য়ারিকেডে। মোটা মোটা লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় লৌহকপাট। তাতে ঝোলানো হয় তালা।
এমনকী দেখা যায়, রাস্তা আটকাতে, রাজপথে সার দিয়ে দাঁড় করানো হয়েছে অজস্র বেসরকারি বাস। দ্রোহের কার্নিভালের জন্য় এই পথে চিকিৎসকরা আসবেন বলেছিলেন। এই রাস্তায় একের পর এক দূরপাল্লার বাস পার্ক করে রেখে দেওয়া হয়েছে।
কিন্তু, হাইকোর্টের নির্দেশের পরই মুহূর্তের মধ্য়ে বদলে যায় ছবিটা। দ্রোহ আটকাতে, সারা সকাল ধরে যে ব্য়ারিকেড বাধা হয়েছিল, তা খোলার প্রক্রিয়া শুরু হয়। এক এক করে খোলা হয় তালা, শিকল। সরানো হয় লোহার ব্য়ারিকেড।
সুবিচারের দাবিতে চিকিৎসকদের ডাকে দ্রোহ কার্নিভালে অংশ নিল কাতারে কাতারে সাধারণ মানুষ। জনসমুদ্রে পরিণত হল রাজপথ। মেতে উঠলেন দ্রোহের কার্নিভালে অংশগ্রহণকারীরা।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকে, দ্রোহ কার্নিভালে সামিল হল হাজার হাজার মানুষ।
দ্রোহের উৎসবে বেজে ওঠে অজস্র শঙ্খধ্বনি, উলুধ্বনি, হাজারো ঢাকের বাদ্য়ি। প্ল্য়াকার্ড-ফেস্টুনে জোড়াল হয় বিচারের দাবি। উড়িয়ে দেওয়া হয় কালো বেলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -