Durga Puja 2022 : শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, কীভাবে সেজে উঠছে রেড রোড
শনিবার রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি।
Durga Puja 2022 : শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, কীভাবে সেজে উঠছে রেড রোড
1/10
আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি।
2/10
রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে।
3/10
করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।
4/10
শনিবার বিকেল চারটের সময় রেড রোডে শুরু হবে কার্নিভাল। পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে।
5/10
শনিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না কার্নিভালে।
6/10
কোনওরকম বাজি ফাটানো যাবে না। কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু তিনটি করে ট্রেলার দেওয়া হবে।
7/10
এর থেকে বেশি ট্রেলার কোনও পুজো কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে অতিরিক্ত ট্রেলারের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে।
8/10
সেক্ষেত্রে চালকের নাম ও ফোন নম্বর সংশ্লিষ্ট থানার ওসিকে জানাতে হবে।
9/10
১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি KP রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি সরাসরি হেস্টিংস হয়ে KP রোড ধরবে।
10/10
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর, এবছর কার্নিভালে অংশ নিচ্ছে না স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিন।
Published at : 07 Oct 2022 01:14 PM (IST)