Fish Fair At Bandel : মৎস্যপ্রেমী বাঙালির স্বর্গরাজ্য ! রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি, ব্যান্ডেল মাতল মাছের মেলায়
শীত মানেই মেলা আর উৎসব। তবে এই মেলা এক্কেবারে অন্যরকম। মৎস্যবিলাসী বাঙালির জন্য এই মেলা একেবারে স্বর্গরাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলা। চুনোপুটি থেকে ৫০ কিলো পর্যন্ত মাছ বিক্রি হয় এখানে ।
শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী। তাঁর বাড়িতেই বসে ৫১৭ বছরের পুরানো মাছের মেলা। একদিনের এই মেলার জন্য অপেক্ষা থাকে সারা বছরের ।
দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বিক্রি করে।হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন
৫০০ টাকা থেকে ১৫০০ টাকা কেজি মাছ বিক্রি হয়।শুধু মাছ কিনেই নিয়ে যায় না। অনেকেই পাশের আম বাগানে মাছ ভেজে পিকনিকের আয়োজনও করে নেয়।
মেলার সূত্রপাত বহুবছর আগে। স্থানীয় ইতিহাস বলে, জমিদার গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী। তাঁর বাড়িতে প্রত্যাবর্তনের পর থেকেই এই মেলার শুরু।
কেউ কেউ বলেন,নিত্যানন্দ গোস্বামী রঘুনাথের ওপর খুশি হয়ে একটা তাঁকে কৃষ্ণমূর্তি দান করেন। সেই মূর্তি নিয়ে গ্রামে ফিরে এসে এক মন্দির প্রতিষ্ঠা করেন রঘুনাথ । সেই থেকে এই অঞ্চলের নাম কৃষ্ণপুর বা কেষ্টপুর। দিনটি ছিল পয়লা মাঘ।
এই মেলায় আছে ঢালাও রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা ভেটকি। রয়েছে কাঁকড়া, শংকর মাছও। মাছে-ভাতে বাঙালির কাছে এর থেকে লোভনীয় মেলা আর হতে পারে নাকি !
- - - - - - - - - Advertisement - - - - - - - - -