Ram Krishnaa: রামকে ভুলে এবার অন্য কারও সঙ্গে ঘর বাঁধবে কৃষ্ণা?
Daily Serial Update: রোহিনী নিজের বাড়ির নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টিতে রামকে নিমন্ত্রণ জানায় অর্ঘ্যর মাধ্যমে। প্রথমে খানিক দ্বিধাবোধ করলেও অবশেষে রাম যেতে রাজি হয়। সেখানেই ঘটে অঘটন!
রাম কৃষ্ণা
1/10
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় এখন নববর্ষ উদযাপনের সময়। সেখানেই রোহিনীর নিউ ইয়ার সেলিব্রেশনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কোন দিকে মোড় নেবে এবার ধারাবাহিকের গল্প?
2/10
রোহিনী নিজের বাড়ির নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টিতে রামকে নিমন্ত্রণ জানায় অর্ঘ্যর মাধ্যমে। প্রথমে খানিক দ্বিধাবোধ করলেও অবশেষে রাম যেতে রাজি হয়।
3/10
নিয়মভঙ্গের রীতিনীতি মেনে, পূর্ণিমা রামকে পার্টিতে যাওয়ার উৎসাহ জোগায়। সে আশা করে যে সেখানে গিয়ে যদি কৃষ্ণার সঙ্গে রামের দেখা হয় তাহলে তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারে।
4/10
রোহিনী নিজের বাড়ির পার্টিতে খুব ভেবেচিন্তে ছক কষে অতিথিদের আমন্ত্রণ জানায়। মিস্টার চট্টোপাধ্যায়ের পরিবারকে নিমন্ত্রণ করে সে, যাতে নিজের উদ্দেশ্য সফল করতে পারে।
5/10
অর্ঘ্যকে দিয়ে সে রামকে আমন্ত্রণ জানায় যাতে যদি কোনওরকমের দ্বিধা রামের মনে থেকে থাকে তাও চলে যায়।
6/10
সেখানে পৌঁছে রাম হতবাক হয়ে যায় যখন সে কৃষ্ণাকে অন্য একজন ছেলের সঙ্গে নাচ করতে দেখে। কৃষ্ণাকে দেখে যেন সে চিনতেই পারে না, একেবারে অন্য একটা মানুষ যেন।
7/10
রামকে দেখে একইভাবে অবাক ও অস্বস্তিতে পড়ে কৃষ্ণা, ভাবতে থাকে যে তাকে কে নিমন্ত্রণ করেছে।
8/10
নিজের অতীত জীবনের প্রতি উদাসীন দেখাতে গিয়ে, কৃষ্ণা নিজের ভিতরের অশান্তি লুকিয়ে রামের প্রতি অত্যন্ত ঠান্ডা আচরণ করে।
9/10
রোহিনীই এরপর মুখ খোলে, ও জানায় যে রামকে সেই নিমন্ত্রণ করে এনেছে পার্টিতে। এরপর সে রাহুল ও কৃষ্ণার বিয়ের কথা ঘোষণা করে যা সকলকে হতবাক করে দেয়।
10/10
এই ঘোষণার পর কী হবে? রাম ও কৃষ্ণার পুনর্মিলনের ইতি কি এখানেই ঘটবে? তাঁদের দুজনের জীবন কি এরপর একেবারে বদলে যাবে? কী হয় জানতে নজর রাখতে হবে প্রত্যেক দিন রাত ৮টায়, কালার্স বাংলায়, 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে।
Published at : 15 Jan 2024 09:45 AM (IST)