Flood situation: পুজোর আগে দুর্যোগের ঘনঘটা, DVC-র জল ছাড়তেই বন্যার আশঙ্কা রাজ্যের একাধিক জেলায়
পুজোর আগে পশ্চিমবঙ্গে দুর্যোগের ঘনঘটা। অভিমুখ বদলে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরছে নিম্নচাপ। তার জেরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বদলাতে পারে আবহাওয়া।
এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তার জেরে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বৃষ্টির সতর্কতা।
মূলত DVC-র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে।একদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডেও চলছে ব্যপক বৃষ্টি।
ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে। ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
দামোদর নদ তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়ার সর্তকবার্তা জানিয়ে করা হচ্ছে মাইকিং।
এদিকে ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটা বেড়ে যাওয়ায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নদীবাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
হুগলির খানাকুলের একাধিক গ্রাম জলের তলায়। বিপদ সীমার উপরে দামোদর। হুগলির জাঙ্গিপাড়ার ২ গ্রাম পঞ্চায়েত এলাকাও প্লাবিত হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। সেচ দফতর সূত্রে বলা হয়েছে, ঝাড়খন্ড এবং পশ্চিম বর্ধমান জেলায় লাগাতার তিনদিন ধরে যে বৃষ্টি হচ্ছে,এরফলে জল ছাড়ার পরিমাণটা আগামীকাল খানিকটা বাড়তে পারে।
আশার আলো কম। দুর্যোগ এখনও রয়েছে। যতক্ষণ বৃষ্টির পরিমাণ না কমছে, ততক্ষণ এই জল ছাড়ার পরিমাণ কমবে না বলেই খবর।
ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -