Duare Sarkar: কাল থেকে শুরু 'দুয়ারে সরকার,' কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত
কাল থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' কর্মসূচি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন জমা দেওয়া এবং শেষের দশদিনে পরিষেবা প্রদান করা হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এবারে চারটি নতুন-সহ মোট ৩৩টি পরিষেবা মিলবে। গোটা বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৪৪ জন সিনিয়ার আইএস অফিসারকে।
শিয়রে পঞ্চায়েত ভোট, তার আগে ফের দুয়ারে পৌঁছে যাচ্ছে প্রশাসন। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে।
১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ই এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে।
কন্য়াশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে।
এবার দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও ব্লক স্তর মিলিয়ে ৪৪ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
থাকছে ৪৭৩টি কন্ট্রোল রুম। রাজ্যস্তরে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এবার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের একাংশ। শনিবার সেখানেও দুয়ারে সরকার ক্যাম্প হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -