West Bengal Heat Wave: চৈত্রেই প্রবল দাবদাহে পুড়ছে বাংলা, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা

Weather Forecast: মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া।

ফাইল ছবি

1/10
মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি। গোটা দক্ষিণবঙ্গজুড়েই হট ডে পরিস্থিতি। কলকাতাতেও বেলা গড়ালে প্রবল গরম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
2/10
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ চল্লিশ ছুঁতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া। শুধু দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
3/10
আজ তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের চারটি জেলাতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে।
4/10
পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পার। তবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার।
5/10
আজ ও কাল এই দু দিন একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে।
6/10
আপাতত দুদিন স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। উষ্ণতায় কাটবে ইদের দিন। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 
7/10
আজ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। 
8/10
সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও।সূর্যের প্রখর তাপে বেলা বাড়লে তীব্র গরম। মূলত পরিষ্কার আকাশ।
9/10
গরমের অস্বস্তি দিনে ও রাতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
10/10
মঙ্গলবার থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯১ শতাংশ। 
Sponsored Links by Taboola