West Bengal Heat Wave : কোন কোন জেলার তাপমাত্রা ৪২ ছুঁয়ে ফেলবে? কোথায় কোথায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩ থেকে ৬ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। শুষ্ক পশ্চিমি বাতাসের প্রভাবে ২ থেকে ৬ তারিখের মধ্যে বইতে পারে তাপপ্রবাহ। সারাদিন তাপমাত্রা থাকবে অসম্ভবব অস্বস্তিকর।
সকাল বেলাতেই তাপমাত্রা ( Day Maximum temperature) ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ বঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি বেশ থাকতে পারে।
২ এপ্রিল (02.04.2024) এ হলুদ সতর্কতা : দক্ষিণের সব জেলাতেই গরমের অস্বস্তি বজায় থাকবে।
৩ এপ্রিল (03.04.2024) এ হলুদ সতর্কতা : তাপপ্রবাহ চলবে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ( Purulia, West Burdwan, West Midnapore ) এ। এরই মধ্যে জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা।
৪ এপ্রিল (04.04.2024) এ হলুদ সতর্কতা : ৪ তারিখও তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এদিন অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা।
৫ এপ্রিল ও ৬ এপ্রিল (05.04.2024) এ হলুদ সতর্কতা : সার্বিকভাবে গরম ভোগালেও , মূলত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে পুরুলিয়ার ২ টি জায়গায়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলায়। সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি তো থাকবেই।
দক্ষিণবঙ্গে শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে আগামী ৪ দিন ধরে গরমে হাসফাঁস পরিস্থিতি তৈরি হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের অসহনীয় হয়ে উঠতে পারে। সেই সঙ্গে আবহাওয়াও হবে অস্বস্তিকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -