HS 12th Result: প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সেই টিপস
ভোট-পর্বের মধ্যেই ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ১২ জন। হুগলি থেকে সবথেকে বেশি ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ এবং কলকাতা থেকে ৫ জন মেধা তালিকায় রয়েছেন। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৫।
মাধ্যমিকে ২০ তম স্থান অর্জন করেছিল সৌম্যদীপ। তবে এবার উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন কীভাবে? প্রতিদিন ফোন না ব্যবহারেই কি সাফল্য?
সৌম্যদীপ বলেন, 'আমরা ফোন প্রতিদিন পাইনা। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাই। দু-মাস, তিন মাস পড়াশোনা হয়ে গেলে মহারাজ ডিক্লেয়ার করলেন যে পাঁচ দিন, সাত দিন ছুটি তখন বাড়িতে এসে হয়তো ফোন দেখতাম। দু-তিম মাস যে ফোনের ব্যবহার থেকে দূরে থাকতাম, সেটা অনেকটাই সাহায্য করেছে।'
নরেন্দ্রপুর মিশনের ছাত্রের কথায়, 'ফোনের ব্যবহার নিয়ে কোনও সমস্যা আমি ফেস করিনি। আর স্কুলে তো ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার তো করতে দেওয়াই হত। সপ্তাহে একদিন পেতাম অ্যাক্সেসের জন্য। অনলাইনে যা প্রয়োজন হত তা কম্পিউটারে দেখে নিতাম।'
সৌম্যদীপ এও বলে, নরেন্দ্রপুরের শিক্ষার পরিবেশ, ওখানকার প্রকৃতি অবশ্যই সাহায্য করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -