DYFI Meeting: আজ DYFI-এর ব্রিগেড সমাবেশ, শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল
West Bengal News: আজ ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ। শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল। উত্তরবঙ্গের ট্রেনে পৌঁছলেন সমর্থকরা। ওয়াই চ্যানেলে অস্থায়ী শিবির।
ফাইল ছবি
1/12
DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে ৭টি মিছিল।
2/12
৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন।
3/12
উত্তরবঙ্গ ও বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। শিয়ালদা স্টেশনে ভিড়।
4/12
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। হাওড়া স্টেশনে নেমে জড়ো হচ্ছেন তাঁরা। এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে।
5/12
রবিবার সকালে দুর্গাপুর স্টেশনে বাম কর্মী, সমর্থকদের ভিড়। অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতায় রওনা দেন তাঁরা। সড়কপথেও ব্রিগেডে আসছেন DYFI-এর কর্মী, সমর্থকরা।
6/12
এর আগে ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পদযাত্রা করেছেন DYFI-এর নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা।
7/12
হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।
8/12
আজ ব্রিগেডে বক্তার তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং DYFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী।
9/12
এবারই প্রথম ব্রিগেডে মঞ্চ তৈরি হয়েছে পার্ক স্ট্রিটের সামনে অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মুখ করে।
10/12
ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চে রয়েছে চার ফুট বাই চার ফুটের রস্টাম।এখানেই বক্তব্য রাখবেন নেতা, নেত্রীরা।
11/12
মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ রয়েছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব।
12/12
ব্রিগেডজুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হয়েছে সাড়ে ছ’শো মাইক।
Published at : 07 Jan 2024 08:33 AM (IST)