DYFI Meeting: আজ DYFI-এর ব্রিগেড সমাবেশ, শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল
DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে ৭টি মিছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন।
উত্তরবঙ্গ ও বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। শিয়ালদা স্টেশনে ভিড়।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। হাওড়া স্টেশনে নেমে জড়ো হচ্ছেন তাঁরা। এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে।
রবিবার সকালে দুর্গাপুর স্টেশনে বাম কর্মী, সমর্থকদের ভিড়। অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতায় রওনা দেন তাঁরা। সড়কপথেও ব্রিগেডে আসছেন DYFI-এর কর্মী, সমর্থকরা।
এর আগে ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পদযাত্রা করেছেন DYFI-এর নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা।
হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।
আজ ব্রিগেডে বক্তার তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং DYFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী।
এবারই প্রথম ব্রিগেডে মঞ্চ তৈরি হয়েছে পার্ক স্ট্রিটের সামনে অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে মুখ করে।
ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চে রয়েছে চার ফুট বাই চার ফুটের রস্টাম।এখানেই বক্তব্য রাখবেন নেতা, নেত্রীরা।
মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ রয়েছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব।
ব্রিগেডজুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হয়েছে সাড়ে ছ’শো মাইক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -