Gita Path: শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, লক্ষ কণ্ঠে গীতা পাঠে প্রস্তুত ব্রিগেড
ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। পড়া হবে গীতার ৫টি অধ্যায়।শঙ্খধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রিগেডে উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি।
গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও।
গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। দুটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে।
বড় মঞ্চটি উঁচু। সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা।
বড় মঞ্চের নিচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে।
এভাবে মোট এক লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -