Mamata Banerjee: 'যতদূর লড়াই করতে হয় সরকার করবে,' চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের। ২০১৬-তে নিয়োগের সময় যাঁরা অপ্রশিক্ষিত ছিলেন, তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় নিয়েই চাকরিহারাদের পাশে থেকে লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, 'যতদূর লড়াই করতে হয়, রাজ্য সরকার সেটা করবে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “পরিবারগুলো বারবার আমাকে অ্যাপিল করছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিভিশন বেঞ্চে আমরা যাব। যেটার ওপর ভিত্তি করে রায়টা সেটার বিরুদ্ধে আমাদের আইনজীবীরা বলবেন।’’
তিনি বলেন, “তবে কেউ একটা দাবি করেছিল, ওঁরা ট্রেনিং নেয়নি কিন্তু তেমনটা নয়। ট্রেনিং ওঁরা নিয়েছে। ওঁদের একটা অর্ডার ছিল।’’
মুখ্যমন্ত্রীর কথায়, “চাকরিতে ঢোকার তিন বছরের মধ্যে এক বছরের ট্রেনিংটা নিতে হবে বলা ছিল অর্ডারে। যেটা ওঁদের সবার নেওয়া। আরও অনেক পয়েন্ট রয়েছে, তবে বিষয়টা যেহেতু আদালতে যাবে তাই এই নিয়ে আর কথা বলতে চাই না। আইনজীবীরা নির্দিষ্ট জায়গায় তা বললেন।’’
পাশাপাশি মানবিকভাবে তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, '৩৬ হাজারের সঙ্গে প্রায় ২ লক্ষ পরিবার জড়িয়ে। সবাইকে বলব কেউ ভেঙে পড়বেন না। মানসিকভাবে কেউ হতাশ হবেন না। মন খারাপ করবেন না।’’
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমাদের সরকার সবসময় মানবিক, যে কোনও সময়ে পাশে থাকে। তাই তাঁদেরকে বলব, আমাদের সরকার আইনত যতদূর লড়াই করা যায়, সেটা করবে।’’
পাশাপাশি তিনি বলেন, “আর আমার ধারণা, আপনারা ভাল থাকবেন। এই কথাটা এই জন্যই বললাম, কারণ আমার কাছে বিভিন্ন খবর আসছে। অনেকে ডিপ্রেশনে ভুগছে। কখন কে কী একটা করে দেবে, তখন সেগুলো কি আমরা রক্ষা করতে পারব।’’
“একটা মানুষের জীবনও অনেক দামী। আমি যদি সত্যিই কোনও অন্যায় করে থাকি, তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কোনও ক্রিমিনাল অ্যাক্ট বা কোরাপশন অ্যাক্টকে সমর্থন করব না।’’ মন্তব্য মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -