Storm Effect in Bengal: আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ, ৩ জেলায় মৃত্যু ৫ জনের
হঠাৎ ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাংশ। একাধিক জায়গায় গাছ পড়ে বেশ কয়েকজন আহত হল।
ফাইল ছবি
1/8
হঠাৎ ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাংশ। মৃত্যু হয়েছে ৫ জনের। একাধিক জায়গায় গাছ পড়ে বেশ কয়েকজন আহত হল। ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি।
2/8
দুর্যোগের জেরে ভাতারে থমকে গেল অভিষেকের কনভয়। মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল করে দিতে হয়। হাওড়া-শিয়ালদা দুই সেকশনেই ব্য়াহত হল ট্রেন চলাচল।
3/8
প্রচণ্ড গরমের পর, এল বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হন যাত্রী। কাড়ল প্রাণও।
4/8
হাওড়ার উলুবেড়িয়ায় প্রবল ঝড়ে টালির চাল ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম রামচন্দ্র মণ্ডল (৬৫)।বাগনানের বরুনদায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে রজনী পাণ্ডে (৪২) নামে এক মহিলার।
5/8
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে পার্কে, গাছ পড়ে মৃত্যু হয়েছে কৌশিক ঢালি (২২) নামে এক যুবকের।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় লাইট পোস্ট পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম শেখ আসরফ খান (৬২)।
6/8
সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে।এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকু়ড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়।সঙ্গে তুমুল বৃষ্টি।
7/8
ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী।
8/8
লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। আহত হন একাধিক পথচারী।
Published at : 15 May 2023 10:35 PM (IST)