New Year Celebration: নতুন বছরের শুরুতেই ভিড়ে জমজমাট, শহর থেকে জেলায় উৎসবের মেজাজ
West Bengal News: ২০২৩-এর চৌকাঠ পেরিয়ে ২০২৪-এ পা। ঘোরাঘুরি, দেদার আড্ডা, সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। রঙিন আলো, বাহারি পোশাকে উৎসবের মেজাজ।
ছবি সৌজন্যে-পিটিআই
1/10
সেজে উঠেছে হুগলির ব্যান্ডেল চার্চ। প্রতিবারের মতো দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি নিরাপত্তার স্বার্থে চার্চের ভিতর সাধারণের প্রবেশ নিষেধ।
2/10
কিন্তু সামনের মাঠে এখানে-ওখানে চলছে পিকনিক। চার্চের বাকি অংশ ঘুরে দেখছেন পর্যটকরা।
3/10
বছরের প্রথম দিন পর্যটকদের ঢল নামলো জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে ।
4/10
একদিকে নতুন বছরের প্রথম দিন অন্যদিকে পর্যটন উৎসবের শেষ দিন এই দুই মিলিয়ে পাহাড় ঘিরে থিক থিক করছে পর্যটকদের ভিড়।
5/10
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ধামসা মাদল আর আদিবাসী নাচের তালে নতুন বছরকে স্বাগত জানালেন শিউলিবনা গ্রামের বাসিন্দারা।
6/10
ছন্দের বাইরে গিয়ে আদিবাসী সংস্কৃতিকে বরণ করে নিলেন পর্যটকরা। শুশুনিয়া পাহাড়েও পিকনিকের মেজাজ।
7/10
নতুন বছরের প্রথম দিনে ভিড়ে জমজমাট কলকাতার একাধিক জায়গা।
8/10
উৎসবে সামিল হতে সকাল থেকেই নিক্কো পার্কে ভিড়।
9/10
নতুন বছরের প্রথম দিনে বেলুড় মঠে ভক্তদের ভিড়। চারদিকে পিকনিকের মেজাজ।
10/10
একদিকে, রামকৃষ্ণ-বিবেকানন্দ-শ্রী সারদা মাকে দর্শন, এরপর ভোগ খেয়ে, উৎসবের মেজাজে কাটানো গোটা দিন।
Published at : 01 Jan 2024 04:49 PM (IST)