Adenovirus Guideline: রাজ্যে অ্যাডিনো আতঙ্ক, হাসপাতালগুলির জন্য নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
West Bengal News: সঙ্কটজনক কোনও শিশুকেই ফেরানো যাবে না। নির্দেশ স্বাস্থ্য় দফতরে। বেলেঘাটা আইডিতে বা়ড়ানো হল বেড।
ফাইল ছবি
1/10
অ্যাডিনো আতঙ্কের মধ্যেই সোমবার সমস্ত সরকারি হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক ডাকে স্বাস্থ্য় দফতর।
2/10
সূত্রের খবর, সেখানে বলা হয়, সঙ্কটজনক অবস্থায় কোনও শিশুকেই রেফার করা যাবে না।
3/10
শ্বাসকষ্টের সমস্যা হলেই অক্সিজেনের ব্য়বস্থা করতে হবে হাসপাতালকে। এক্ষেত্রে যেন কোনও গাফিলতি না থাকে।
4/10
ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ পরিষেবা ঠিকমতো রয়েছে কিনা, নজর রাখতে হবে প্রতিষ্ঠানকে।
5/10
করোনার সময়কালের মতোই প্রস্তুত হতে হবে সব হাসপাতালকে।
6/10
সমস্ত হাসপাতালের পরিকাঠামো যেন ঠিক থাকে।
7/10
প্রয়োজন না হলে জেলা হাসপাতাল থেকে রেফার নয়।
8/10
জেলার চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
9/10
শুধু তাই নয় কোনও শিশুর মৃত্যু হলে, মৃত্যুর কারণ পর্যালোচনা করতে হবে।
10/10
শুধু তাই নয় কোনও শিশুর মৃত্যু হলে, মৃত্যুর কারণ পর্যালোচনা করতে হবে।
Published at : 27 Feb 2023 08:56 PM (IST)