গনগনে রোদ মাথার ওপর, ৪০ পেরিয়ে গেল পুরুলিয়া-পানাগড়ে, কলকাতার তাপমাত্রা আজ কত?
গনগনে রোদ মাথার উপর। প্রাণ ওষ্ঠাগত। আইএমডির হিসেব বলছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ৪০ পেরোল পানাগড় ও পুরুলিয়ার তাপমাত্রা ।
আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সর্তর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় লু এর পরিস্থিতি তৈরি হয়েছে।
সফাঁস গরমের মধ্যেও এদিন আশার কিছুটা বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। কাল থেকে তা আরও বাড়বে। আজ উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।
কলকাতা গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -