WB Heat Wave Forecast:ফের চড়ছে পারদ, আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা
গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড় মোকা-য়। ল্যান্ড ফল হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোকা'।গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিমি পর্যন্ত। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।
এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। মোকা-র জেরে জলীয় বাষ্প কমে যাওয়ায় উত্তর-পশ্চিমের গরম হাওয়া ঢুকতে শুরু করেছে।
এর প্রভাবে ফের চড়ছে পারদ। আজ কলকাতা ও পূর্ব মেদিনীপুর বাদে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতায় আগামী তিনদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পারদ উঠবে ৪০ ডিগ্রির ঘরে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
সমুদ্রে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে আন্দামান, নিকোবরে। শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া।
মোকার সতর্কতায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -