Weather Update: প্রখর দহন থেকে সামান্য় স্বস্তি, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়া
প্রখর দহনে স্বস্তির খবর। কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হবে উত্তরেও, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। শুক্রবার ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি।ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়।
আবহাওয়া দফতর বলছে, শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু অংশে চলবে তাপপ্রবাহ। অন্য়দিকে কিছু অংশে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে।
অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস এই দুইয়ের সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
অন্য়দিকে, উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে আর সেই কারণেই পার্বত্য এলাকায় বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
তবে, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়। কলকাতায় রবিবার এবং সোমবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
শুধু বৃষ্টি নয়, দমকা ঝড় হাওয়া বইবে। তবে কিছুক্ষণের জন্য এই বৃষ্টিতে পুরোপুরি স্বস্তি ফিরবে না। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। এই অবস্থায় বৃষ্টি এলেও এখনই গরম থেকে কতটা স্বস্তি মিলবে, তা নিয়ে সন্দেহে আবহবিদরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -