Ration Card Update : উৎসবের মরসুমে রেশন কার্ডগ্রাহকদের জন্য বিশেষ উপহার রাজ্য সরকারের
দুই ধরণের রেশন কার্ডগ্রাহকরা আগামী মাসখানেক পাবেন বিশেষ সুবিধা। ভরতুকির নতুন সুখবর ঘোষণা রাজ্য সরকারের।
Ration Card, West Bengal,
1/10
দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ছটপুজো। উৎসবের মরসুম শুরু হতে চলেছে বঙ্গে। তার আগে সুখবর রেশন কার্ডগ্রাহকদের জন্য।
2/10
রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুবিধার কথা। বিশেষ দুই ধরনের কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন।
3/10
ময়দা, চিনি ও তেল মিলবে বিশেষ ভরতুকি সহ। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
4/10
যেখানে ১ কেজি ভরতুকিযুক্ত ময়দা পাওয়া যাবে ২৯ টাকা কিলো দরে। ১ কিলো ভরতুকিযুক্ত চিনি মিলবে ৩২ টাকা কেজি দরে।
5/10
১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ১৬৬ টাকা ও ৫০০ মিলিলিটার ৮৯ টাকায় পাওয়া যাবে।
6/10
পাম ওয়েল ১ লিটার ১৩৮ টাকা ও ৫০০ মিলিলিটার ৭০ টাকায় পাওয়া যাবে।
7/10
অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডগ্রাহক পরিবারগুলি এই সুযোগ সুবিধা পাবেন।
8/10
বাড়তি সুবিধা না পেলেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH)ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা না পেলেও চলতি দরেই রেশন পাবেন।
9/10
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট- www.food.gov.in, টোল ফ্রি ফোন নম্বর- 1967/ 18003455505 (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পাবেন) ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9903055505-তে পাবেন সব বিস্তারিত তথ্য।
10/10
এছাড়া মহকুমা বা জেলা খাদ্য নিয়াময়কের সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন বিস্তারিত সমস্ত তথ্যের জন্য।
Published at : 21 Sep 2022 01:04 AM (IST)