Ration Card Update : উৎসবের মরসুমে রেশন কার্ডগ্রাহকদের জন্য বিশেষ উপহার রাজ্য সরকারের
দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ছটপুজো। উৎসবের মরসুম শুরু হতে চলেছে বঙ্গে। তার আগে সুখবর রেশন কার্ডগ্রাহকদের জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুবিধার কথা। বিশেষ দুই ধরনের কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন।
ময়দা, চিনি ও তেল মিলবে বিশেষ ভরতুকি সহ। ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
যেখানে ১ কেজি ভরতুকিযুক্ত ময়দা পাওয়া যাবে ২৯ টাকা কিলো দরে। ১ কিলো ভরতুকিযুক্ত চিনি মিলবে ৩২ টাকা কেজি দরে।
১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ১৬৬ টাকা ও ৫০০ মিলিলিটার ৮৯ টাকায় পাওয়া যাবে।
পাম ওয়েল ১ লিটার ১৩৮ টাকা ও ৫০০ মিলিলিটার ৭০ টাকায় পাওয়া যাবে।
অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডগ্রাহক পরিবারগুলি এই সুযোগ সুবিধা পাবেন।
বাড়তি সুবিধা না পেলেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH)ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডগ্রাহকরা বাড়তি সুবিধা না পেলেও চলতি দরেই রেশন পাবেন।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট- www.food.gov.in, টোল ফ্রি ফোন নম্বর- 1967/ 18003455505 (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পাবেন) ও হোয়াটসঅ্যাপ নম্বর - 9903055505-তে পাবেন সব বিস্তারিত তথ্য।
এছাড়া মহকুমা বা জেলা খাদ্য নিয়াময়কের সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন বিস্তারিত সমস্ত তথ্যের জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -