Vistadome Train: পাহাড়ের কোল ঘেঁষে সবুজের রাজ্যে কু..ঝিকঝিক, শনিবার থেকে উত্তরবঙ্গে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেন
নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার। ট্রায়াল রান হল ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে যাত্রা করবে এই ট্রেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIRCTC সূত্রে খবর, বুকিং শুরুর কয়েকঘণ্টার মধ্যেই ট্রেনের সব সিটের টিকিট বুক হয়ে গেছে।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধোঁয়া ছেড়ে ছুটে যাবে ট্রেন। জানালার পাশে বসে মুগ্ধতায় ভরে যায় মন। দুদিকে ঘন সবুজ বনানী।
তার মধ্যে দিয়ে সর্পিল পথে ছুটে যাবে ট্রেনের চাকা।
শনিবার নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, এই পথেই ছুটে যাবে ভিস্তা ডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ।
বৃহস্পতিবার হল ট্রায়াল রান।
বিশেষ সুসজ্জিত কামরা শীততাপ নিয়ন্ত্রিত। কামরায় মাথার ওপর খোলা আকাশ... আশপাশও কাচের।
প্রতিটি ট্রেনে ৫টি কোচ। তার মধ্যে একটি একটি কোচ ভিস্তা ডোম। ট্রেনে মোট ৪৪টি সিট।
পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।
NJP থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০ তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। ওই তিনদিনই দুপুর ২টোয় NJP-র উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন। তথ্য - বাচ্চু দাস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -