Weather Today: সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা, কালবৈশাখী ঝড়ের সতর্কতা কোন কোন জেলায়?
দক্ষিণবঙ্গে আজ আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির প্রভাবে সামান্য কমেছে তাপমাত্রা আরও একটু কমার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়।
আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা।
কালবৈশাখীর সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপ্র ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।
মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।
বুধবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম এবং হাওড়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -